মান্দায় সাব-রেজিস্ট্রির অফিসে রাতের অন্ধকারে জানালা ভেঙে চুরি পরিকল্পনা

18
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দার প্রসাদপুর সাব-রেজিস্ট্রির অফিসে রাতের অন্ধকারে জানালা ভেঙে চুরির পরিকল্পনা ঘটনা ভেস্তে গেছে চোরদের। তবে জানালা ভাঙা হলেও কোন চুরির ঘটনা ঘটেনি বলে দাবী করছেন থানা পুলিশ। ঘটনার পর আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো প্রসাদপুর সাব-রেজিস্ট্রির অফিসের কার্যক্রম শেষ করে অফিস বন্ধ করা হয়। সকালে স্থানীয়রা দেখেন অফিসের পূর্ব-দক্ষিণ দিকের জানালা ভাঙা অবস্থায় রয়েছে। এরপর থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়। বুধবার সাপ্তাহিক ছুটি থাকায় জমি রেজিস্ট্রি বন্ধ ছিল। এরপর থানা পুলিশ ও দলিল লেখক সমিতির সদস্যসহ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি দেখেন। জানালা ভাঙার ঘটনা ঘটলেও কোন কিছুই চুরি হয়নি বলে জানানো হয়।

তবে স্থানীয়দের দাবী- সাব-রেজিস্ট্রির অফিসে গুরুত্বপূর্ন কাগজপত্র সংরক্ষনে থাকে। সেখানে নিরাপত্তার ব্যবস্থা খুবই দুর্বল। চোরেরা যদি চুরি না করে আগুন লাগিয়ে দিতো তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত। কোন ধরনের আগুনের সূত্রপাত হলে গুরুত্বপূর্ন সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে যেত। তাই নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার দাবী জানানো হয়। সেই সাথে কোন অসাধু চক্র জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখার দাবী জানানো হয়।

মান্দা দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক এরশাদ বলেন, জানালা ভাঙা হয়েছে। তবে কোন কিছু চুরি হয়নি। ওই ঘরে শুধু কাগজপত্র ছিল। এটা মাদকসেবীদের (হিরোইনসেবী) কাজ হতে পারে।
মান্দা প্রসাদপুর সাব-রেজিস্ট্রার শংকর বলেন, তিনি ছুটিতে থাকায় বিষয়টি বলতে পারবেন না।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, ঘটনাস্থল গিয়ে তদন্ত করা হয়েছে। সেখানে কোন চুরির ঘটনা ঘটেনি। ধারনা করা হচ্ছেÑ মাদকসেবীরা জানালা ভাঙতে পারে। কোন কিছুই চুরি হয়নি।