মহাজোটেই থাকছেন এরশাদ

29
হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে জোট করেই ভোট করবে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। দলীয় মনোনয়র ফরম বিক্রির তৃতীয় দিন শেষে মঙ্গলবার বিকেলে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাকিদকের এ কথা জানিয়েছেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তিনি বলেছেন, আলাপ-আলোচনার মধ্য দিয়েই দু’একদিনের মধ্যে মহাজোটের আসন বন্টন চূড়ান্ত হবে।

জাতীয় পার্টির কার্যালয় থেকে দাবি করা হয়েছে তিন দিনে এক হাজার ৯৮৬টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ফরম বিক্রি করা হবে। আগামী শনিবার শুরু হবে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার।

মনোনয়ন ফরম বিক্রি চলাকালে জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, প্রতিটি আসনেই জাতীয় পার্টির রিজার্ভ ভোট আছে। তারাই প্রতিটি আসনের জয়পরাজয়ে মূল ভূমিকা রাখবে। আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি থাকলে সব জায়গায় মহাজোটের প্রার্থীদের বিজয়ের পথ সহজ হবে।

এসময় উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মাসুদ পারভেজ সোহেল রানা, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার প্রমুখ। ঢাকা-১৮ আসনে ভোট করতে জিএম কাদের দলীয় মনোনয়ন ফরম নেন।