গৌরবময় জয় এনে দেয়া সতীর্থদের প্রশংসায় ভাসালেন সাকিব

10
সাকিব আল হাসান

খেলাধুলা ডেস্ক: এ জয়ের অংশ হতে পারতেন তিনিও। ম্যাচ শুরুর আগে টসে রোহিত শর্মার বিপরীতে কিংবা ম্যাচ শেষে উপস্থাপক সঞ্জয় মাঞ্জরেকারের সঙ্গে অনুভূতি প্রকাশের জন্য ডাকা হতো তাকেই।

কিন্তু হুট করেই এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের ক্রিকেটে যে ধাক্কা লেগেছিল, তারই সবশেষ ফল হিসেবে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে ছিটকে গেছেন বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

তাতে কী! তিনি মাঠে নেই বলে কি আর দেশের খেলার খবর রাখবেন না? অবশ্যই রাখবেন এবং তিনি রেখেছেনও। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ দল।

সাকিব নিজে দলে না থাকলেও প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থ খেলোয়াড়দের। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ জয়টিকে তিনি আখ্যায়িত করেছেন গৌরবময় মুহূর্ত হিসেবে।

নিজের ফেসবুক পেজে দেয়া সেই পোস্টে সাকিব লিখেছেন, ‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহুর্ত৷’