কেশবপুরে দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার উদ্যোগে দরিদ্র মেধাবী ও দুঃস্থ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

11

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার উদ্যোগে দরিদ্র মেধাবী ও দুঃস্থ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সংস্থার পরিচালক হারুনার রশীদ বুলবুলের সভাপতিত্বে শনিবার দুপুরে উপজেলার প্রতাপপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সিটিজেন জামিরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা লাভলী দাস, গুলসানারা খাতুন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা আবিদা সুলতানা, মুর্শিদা রহমান, রতন কুন্ডু, নাজমা খাতুন, নাসিরা আঞ্জুমান, বিজয় টিভির জেলা প্রতিনিধি শামীম রেজা, কেশবপুর নিউজ ক্লাবের নির্বাহী সদস্য আজিজুর রহমান, সাংবাদিক শামীম আক্তার মুকুল, আক্তার হোসেন, জাপান প্রবাসী ড. আবুল কাশেম, আমেরিকা প্রবাসী দেব্রত প্রতীক ও ঢাকার রিনা মাসুদের সহযোগিতায় ১৫০ জন দরিদ্র মেধাবী ও দুঃস্থ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উল্লেখ্য হারুনার রশীদ বুলবুল ২০১৩ সালে প্রতাপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে তিনি ঐ বিদ্যালয়ের শিক্ষা ব্যাবস্থার আমুল পরিবর্তন করেন। তাঁর কর্মকান্ডের কারণে তিনি খুলনা বিভাগীয় পর্যায়ে ২ বার শ্রেষ্ঠ এসএমসি কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তিনি দুঃস্থ্য ও অসহায় শিশুদের সহযোগিতা করার জন্য দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি ঐ সংস্থার মাধ্যমে শিশুদের ঈদের পোষাক, খেলনা, শিক্ষা উপকরণ, জরুরী ঔষুধপত্র-সহ বিভিন্ন প্রকার শিক্ষা সহায়তা প্রদান করে আসছেন।