অতীতে ছাত্র সংসদ ছিলো—————??????

11

মোঃ আসিফ শাহবাজ খান

ছাত্র নেতাদের প্রতি, সকলের ভালোবাসা, ভক্তি

শ্রদ্ধা ও ছাত্ররাজনীতির প্রতি পরিবারের অকুণ্ঠ

সমর্থন ছিলো ৷

ছিলো– ভালো কাজের প্রতিযোগীতা, কর্মীবান্ধব

হবার প্রতিযোগীতা, সকলের বিপদে

এগিয়ে যাবার প্রতিযোগীতা ৷

কারন ছিলো একটাই —— ছাত্রসংসদ ও সংসদীয় ভোটের রাজনীতি , জনপ্রিয়তার রাজনীতি, জনপ্রিয়তা ও স্বচ্ছতা প্রমাণের রাজনীতি ৷

ছাত্রসংসদ ছিলো সর্বদলীয় ও সংগঠন ভিত্তিক আদর্শিক অবস্থানগত মতপার্থক্য বা বিভাজনের উর্দ্ধে ৷ ছাত্রসংসদের সিদ্ধান্তই ছিলো চূড়ান্তভাবে

গৃহিত অ-লঙ্ঘনীয় ৷

সারা বাংলার ছাত্রসমাজকে চেইন অব কমান্ডে ফিরিয়ে আনতে, তাদের অধিকার সচেতন করতে,অধিকার আদায়ের কর্মপন্থা নির্ণয় ও সর্বপরি আদর্শিক ছাত্ররাজনীতি ফিরেয়ে আনতে

ছাত্রসংসদের বিকল্প নেই তা প্রমানিত ৷

বর্তমান সময়ের শিক্ষার্থীরা জানেনা অধিকার আদায়ের আন্দোলন প্রক্রিয়া, তারা জানেনা আন্দোলনের শুরু ও শেষ কোথায় ৷

আপনার, আমার, আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে

যখন ছাত্রসংসদ আবারও তার যৌবন ফিরে পাবে, সাধারন শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে যখন আপনার আমার গ্রহনযোগ্যতা ও পদাধিকার নির্ণয় হবে— দায়িত্ব নিয়ে বলছি সারাবাংলার

কোথাও কোন অছাত্র,মাদকসেবী ছাত্ররাজনীতির নেতৃত্বে আসতে পারবে না ৷

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে ও আগামীর সমৃদ্ধ বাংলার সৎ,গ্রহনযোগ্য আদর্শিক রাজনৈতিক নেতৃত্ব আবিষ্কারে ছাত্রসংসদ ফিরে পাক তার হারানো যৌবন৷

লেখক: মোঃ আসিফ শাহবাজ খান,যুগ্ম-সাধারন সম্পাদক (১),সাতক্ষীরা জেলা ছাত্রলীগ ৷