অান্তর্জাতিক ডেস্ক:
প্রত্যেক পুরুষের জীবনেই একজন মহিলার প্রয়োজন হয়।এর জন্য তারা একে অপরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।পরে তারা মা বাবা হয়ে একটি সুখের সংসার গড়ার স্বপ্ন দেখে।বিধির নিয়ম মেনে এটাই চলে আসছে। কিন্তু আজ আমরা এমন একটি
লোকের কথা জানবো যিনি একসাথে ১৩ জন মহিলাকে প্রেগনেন্ট করেছেন।১৩ জনেরই পিতা হতে চলেছেন সে।কিন্তু কীভাবে এটি সম্ভব হলো চলুন জেনে নিই।
এই লোকটি ১৩ জন মহিলাকে বিয়ে করেছেন।ঘটনাটি এর আগে ঘটে থাকলেও এই লোকটির ক্ষেত্রে আলাদা।কারণ এই লোকটি একসাথে তার ১৩জন স্ত্রী’কেই গর্ভবতী করেছেন।অর্থাৎ ১৩ জন মহিলাই একসাথে একই সময়ে অন্তসত্ত্বা হয়েছেন। ডেইলি মেইল নামক একটি ইংরেজী পত্রিকার প্রতিবেদনে এটিকে বিশ্বরেকর্ড বলা হয়েছে।কারণ এর আগে এমন ঘটনা কেউ ঘটাতে পারেনি।লোকটি একসাথে সেই ১৩ জন মহিলাকে বিয়ে করেছিলেন।এখন তারা সবাই গর্ভবতী।
তার ১৩ জন স্ত্রী জানান, তারা একসঙ্গে খুবই সুখে সংসার করছেন।তারা সবাই তাদের স্বামীকে ভালোবাসেন।তারা একসাথে গর্ভবতী হওয়ার খবরটি পেয়ে খুবই খুশী হয়েছেন।