হার্ট এ্যাটাকে পাটকেলঘাটা থানা কনষ্টেবলের মৃত্যু

16
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

রিপন হোসাইন,পাটকেলঘাটা : সাতক্ষীরার পাটকেলঘাটা থানার (কনঃ ১৫০) রওনোজুল হাসান (৫৫) হার্ট এ্যাটাকে মারা গেছে। থানা সুত্রে জানা গেছে বুধবার রাত ১১টার দিকে বুকে ব্যাথা অনুভব হলে তার সহকর্মিরা প্রথমে তাকে পাটকেলঘাটা লোকনাথ নার্সিহোমে নিয়ে যায় ।

অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা জানান সাতক্ষীরা পুলিশ লাইন মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে বেলা ১১টার দিকে তার মরদেহ পাটকেলঘাটা থানায় নিয়ে আসা হয়।

পরে তার মরাদেহ ্এ্যাম্বুলেন্স যোগে গ্রামের বাড়ি মাগুরা সদরে নিয়ে যাওয়া হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,দু কন্যা এক পুত্র রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।