লাল সবুজের কথা ডেস্ক : পবিত্র হজব্রত পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজীরা। রবিবার রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ৩৮০ জন হাজী দেশে ফিরেন।
বাংলাদেশ বিমান সূত্রে জানা যায়, রাত ৩টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি প্রায় দেড় ঘণ্টা দেরিয়ে পৌঁছে বলে জানান যাত্রীরা। এই ফ্লাইটে সাধারণ যাত্রীরাও এসেছেন।
দেশে ফিরে হাজীরা জানান, এবার অন্যান্যবারের তুলনায় অনেকটা সহজেই হজব্রত পালন করেছেন সবাই। কোথাও তেমন কোনো সমস্যা হয়নি। তবে কোনো কোনো যাত্রী বেসরকারি হজ এজেন্সিগুলোর অব্যবস্থাপনার অভিযোগ করেছেন। হজের সেবার মান বাড়াতে কর্তৃপক্ষকে আরও বেশি আন্তরিক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
প্রথম ফ্লাইটের হাজীদের স্বাগত জানাতে বিমানের শীর্ষপর্যায়ের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বাংলাদেশ এয়ারলাইনসের পাশাপাশি সৌদি এয়ারলাইনসের ফ্লাইটেও আজ থেকে হাজীরাদেশে ফিরবেন।
ঢাকা ও মক্কা হজ অফিস জানায়, চলতি বছরের পবিত্র হজ পালনে ৩৭১টি হজ ফ্লাইটে হজ ব্যবস্থাপনার সদস্যসহ এক লাখ ২৭ হাজার ২৯৮ জন যাত্রী সৌদি আরব গেছেন। এরমধ্যে এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালন করেছেন।
গত ২০ আগস্ট এবারের পবিত্র হজ পালন সম্পন্ন হয় এবং গত ১৪ জুলাই সৌদি আরবের উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট শুরু হয়।
এবছর পবিত্র হজ পালন করতে গিয়ে ১৩ জন মহিলাসহ ৮৬ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ৪৯ জন, মদিনায় সাতজন, জেদ্দায় দুজন, মিনায় ১৮ জন এবং আরাফায় ১০ জন হজযাত্রী ইন্তেকাল করেন বলে মক্কা হজ অফিস জানিয়েছে।