সুখের অসুখ

526

অশোক কুমার বিশ্বাস

সুখের অসুখে যেন বান ডেকেছে
অসুখ তো নয় সুখ
অসুখের সুখে মাতোয়ারা সবে
সুখ লুকিয়েছে মুখ।

ভুলে গেছে সবে শান্তির স্বাদ
শান্তি সুখের ভেদ
সুখ লুটিছে আজি শান্তির আবাস
তাই ঘরে ঘরে বিচ্ছেদ।

যত প্রদীপ নিভেছে জগতে
নিরবে সুখের অনলে
শান্তির মহিমা বিধাতার বরে
প্রকৃতির করকমলে।

নয়ন মুদিয়া নয়নের জলে
হৃদয়ভরা আকাশ
ধরণীতলে স্নাত হোক শুধু
শান্তির সুবাতাস।