শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরে গৃহবধুকে হত্যা করে চুরি করল সংঘবদ্ধ চোরেরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামে।
গৃহবধুর নাম জেবুনেছা (৫৩)। তিনি ওই এলাকার আব্দুল আজিজ সরদারের স্ত্রী। গৃহবধুর স্বামী আব্দুল আজিজ সরদার জানায়, আমরা পরিবারে তিনজন সদস্য। একমাত্র ছেলে জাকারিয়া ঢাকায় চাকুরীরত। স্বামী, স্ত্রী দু’জনে বসবাস করি। তিনি বলেন, শুক্রবার তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে যায়। নামাজ পড়ে রাত সাড়ে ৯টার দিকে আমি বাড়ি ফিরে আসি। বাড়ি এসে অনেক ডাকাডাকির এক পর্যায়ে কোন সাড়া না পেয়ে আমার কাছে থাকা আরেকটা চাবি দিয়ে তালা খুলে ঘরে প্রবেশ করে দেখি সব কিছু এলোমেলো।
অন্য ঘরে ঢুকে দেখি আমার স্ত্রী জেবুনেছা নিচে মৃত অবস্থায় পড়ে আছে। তার মূখে কাপড় ভরা ছিল। পরে দেখি ঘরে থাকামূল্যবান জিনিসপত্র ও দু’টি মোবাইল চোরেরা নিয়ে গেছে। এসময় আমি সবাইকে খবর দেই। জেবুনেছা শ্যামনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদকও দৈনিক কালের চিত্রের শ্যামনগর ব্যুরো জাহিদ সুমনের চাচি। এদিকে,তার মৃত্যু খবর ছড়িয়ে পড়লে সাতক্ষীরা- ৪আসনের এমপি জগলুল হায়দার ও শ্যামনগর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য থানায় আনা হয়েছে।