সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাক-মহেন্দ্র সংঘর্ষে ড্রাইভারসহ দু’জন আহত

12

মোঃ মামুন হোসেন : সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরব নগর নামক স্থানে ট্রাকের ধাক্কায় মহেন্দ্র ড্রাইভারসহ দু’জন আহত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কের ভৈরব নগর হতে ২০০ গজ পশ্চিমে ।

জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রাক সাতক্ষীরা-ট-১১-০৪৬৬ বিপরীত দিক সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মহেন্দ্রকে সজোরে ধাক্কা দিলে মহেন্দ্র যাত্রীসহ ছিটকে পাশ্ববর্তি খাদে পড়ে যায়।

এসময় আহত হয় মির্জাপুর গ্রামের নজরুল ইসলাম (২৮), মহেন্দ্র চালক তৈলকুপি গ্রামের মৃত আবুল গাজীর পুত্র মোক্তার গাজী (৩২)। ট্রাক ড্রাইভার উজ্জল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।