সাতক্ষীরা কলারোয়ায় বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

19
lalsobujerkotha

কলারোয়া প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে ইউনুস আলী দালাল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত দুইটার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর-বড়ালি গ্রামে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। ইউনুস আলী দক্ষিণ ভাদিয়ালি গ্রামের আব্দুল্লাহ দালালের ছেলে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, দুই রাউন্ড গুলি ও ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।নিহত ইউনুস আলী দালাল শীর্ষ মাদক ব্যবসায়ী। তিনি বিচারাধীন একাধিক মাদক মামলার আসামি ছিলেন বলেও জানাযায়।

কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, রাতে রামকৃষ্ণপুর-বড়ালি সীমান্তে দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে খবর পেয়ে টহলে যান। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড গুলি করা হয়।

এতে দু’পক্ষই বিলের মধ্য দিয়ে পালিয়ে যায়। পরে বাচাঁও বাঁচাও বলে চিৎকার শুনে গুলিবিদ্ধ অবস্থায় ইউনুসকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।