সাংবাদিক নুর আলমের ভাইয়ের মৃত্যুবার্ষিকী পালিত

17
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

আশাশুনি প্রতিনিধি ॥ আশাশুনি প্রেসক্লাবের সদস্য এম এম নুর আলম এর বড় ভাই বাবলুর ২৩তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।  উপজেলার কুল্যা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব রিয়াজুদ্দীন মালীর বড় পুত্র মাহবুবুল আলম বাবলুর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষ্যে মরহুমের নিজস্ব বাসভবনে শনিবার সকালে মরহুমের কবর জিয়ারত, কুরআন খতম, দুপুরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মরহুমের ভগ্নিপতি মাওলানা ফরিদ আহম্মদ আরারী ও গোবিন্দপুর আরার কাদাকাটি আদর্শ হাফিজীয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ শেখ আসলাম আলী।

এ সময় মরহুমের পরিবারের সদস্য, আত্বীয়স্বজন সহ মাদ্রাসার ছাত্ররা অংশ নেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে খাবার পরিবেশন করা হয়। উল্লেখ্য, ১৯৯৯ সালের ২৫শে জানুয়ারী তিনি পানিতে ডুবে মৃত্যুবরণ করেন এবং ২৯শে জানুয়ারী তাকে দাফন করা হয়।