অমারেশ কুমার বিশ্বাস,রাজগঞ্জ(যশোর):
”দৈনিক গ্রামের কাগজ ”এর আঞ্চলিক ব্যুরো চীফ, ”আমাদের সময়” ( উপজেলা প্রতিনিধি) ও রাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি.এম.বাবু এর ভাই শফিকুল ইসলাম নিজ বাড়িতে মৃত্যু বরণ করেছেন।(ইন্না..রাজেউন)। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৪২ বছর।
মৃত্যুকালে তিনি দুই ছেলেমেয়ে,স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বিভিন্ন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি তিনি সম্রাট সু এর স্টোরে কর্মরত ছিলেন । দুপুরে জুম্মার নামাজের পর নিজ পারিবারিক কবর স্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক জি. এম. বাবু চাচাতো ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যবিন্দু । রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম রবিউল ইসলাম রবি,সহ সভাপতি মোঃ এরশাদ আলী,নিরঞ্জন চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক জি এম বাবু, যুগ্ম সম্পাদক মোঃ জসিম উদ্দিন, এস এম ইসহাক,মফিজুর রহমান,হেলাল উদ্দিন, মোঃ ইলিয়াস কবির,রুহুল কদ্দুস, বিল্লাল হোসেন,রিজাউল করিম রয়েল, ওসমান গনি,নজরুল ইসলাম,উত্তম চক্রবর্ত্তী জি. এম ফারুখ হুসাইন, অমারেশ কুমার বিশ্বাস, আনিচুর রহমান, এক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বিবৃতিতে সাংবাদিকবৃন্দ মরহুমের রুহের আত্মার মাগফেরা কামনা করেন।