শ্রাবন্তীর ভিডিও ফাঁস করলেন স্বামী

172
শ্রাবন্তী চট্টোপাধ্যায়
শ্রাবন্তী চট্টোপাধ্যায়

বিনোদন ডেস্ক: কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর ভিডিও প্রকাশ করেছেন তার স্বামী রোশন সিং। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করেন তিনি। মজার ওই ভিডিওতে শিশুদের মতো আদুরে কণ্ঠে কথা বলতে দেখা গেছে শ্রাবন্তী। ভিডিওতে শ্রাবন্তী পিৎজা খাওয়ার আবদার করছিলেন তার স্বামীর কাছে। তবে শিশুদের মতো কথা বলার ঢঙের জন্য তার প্রশংসা করেছেন নেটিজেনরা।

গত বছর ১৯ মে প্রেমিক রোশন সিংকে বিয়ে করেছেন শ্রাবন্তী। এর আগে ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর বিয়ে হয়। রাজীব-শ্রাবন্তীর ছেলেও রয়েছে, ওর নাম ঝিনুক। মায়ের সঙ্গেই থাকে সে।রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর সম্পর্ক হয় মডেল কৃষণ ব্রজের সঙ্গে। মহাসমারোহে বিয়েও করেন তারা। গত বছরের জানুয়ারিতে কৃষণের সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত হয় শ্রাবন্তীর।

তার পরই রোশনের সঙ্গে সম্পর্কে জড়ান হালের এই জনপ্রিয় নায়িকা। রোশন পেশায় একটি এয়ারলাইন্সের ক্যাবিন ক্রু সুপারভাইজার।

 

View this post on Instagram

 

A post shared by Singh Roshan (@singhroshan399) on