শ্যামনগরে পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু হয়েছে

20

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার জেলার শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে দ্বীপ মন্ডল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে শ্যামনগরে উপজেলা সদর ইউনিয়নের যাদবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আবেগ আপ্লুত কণ্ঠে দ্বীপের বাবা অনাধী মন্ডল জানান, দুপুরের দিকে বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিল। বাড়ির আঙিনায় খেলার সময় এক পর্যায়ে সে পার্শবর্তী পুকুরের পানিতে পড়ে দ্বীপ ডুবে যায়। কিছুক্ষণ পর যখন আমরা বিষয়টি খেয়াল করি তখন থেকে দ্বীপকে খুজতে শুরু করি । অনেক খোজাখুজির পর তাকে পাওয়া যায় নি। ঘটনার এক পর্যায়ে প্রতিবেশীরা বড়ির পাশের পুকুর দ্বীপের ভাসমান মরদেহ লক্ষ্য করে। সাথে সাথে তাকে পুকুর থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে সে মৃত্যু বরণ করে।

দ্বীপ মন্ডল নামক ঐ ফুটফুটে শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আশ পাশের গ্রমের মানুষজন শিশুটির মরদেহ এক নজর দেখতে তাদের বড়িতে ভিড় করছে। কান্নার শব্দে আকাশ বাতাস ভারি হয়ে উঠেছে। শিশু সন্তানের অকাল মৃত্যুতে দ্বীপের পরিবারের সদস্যরা পাগলপ্রায়।

শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি খুব দু:খ জনক। তিনি নিহতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।