শোভনালীতে উন্নয়ন সংস্থার উন্নয়ন মেলা ও উপজেলা দিবস উদযাপন

28

প্রেস বিজ্ঞপ্তি : সমৃদ্ধি কর্মসূচির আওতায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় উন্নয়ন মেলা ও উপজেলা দিবস উদযাপন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) -এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় “উন্নয়ন (একটি আর্থ-সামাজিক প্রতিষ্ঠান) সংস্থার বাস্তবায়নে বুধবার (২৫ জুন) উন্নয়ন সংস্থা শোভনালী শাখা অফিস সংলগ্ন মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শোভনালীতে উন্নয়ন সংস্থার উন্নয়ন মেলা ও উপজেলা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের একাংশ। ছবি- লাল সবুজের কথা
শোভনালীতে উন্নয়ন সংস্থার উন্নয়ন মেলা ও উপজেলা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের একাংশ। ছবি- লাল সবুজের কথা

সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ জাবের হোসেনের পরিচালনায় সমৃদ্ধি কর্মসূচির উপজলো কর্মসূচি সমন্বয়কারী এস এম আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১নং শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বক্কর ছিদ্দিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, আশাশুনি সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাংবাদিক মোঃ টুটুল হোসেন। আরো উপস্থিত ছিলেন, শাখা ব্যবস্থাপক মোঃ শাহরিয়ার হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা মোঃ নাজমুল হুসাইন, বিভিন্ন জনপ্রতিনিধি, সমৃদ্ধি শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও স্টল পরিদর্শন শেষে প্রত্যেক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। একইসাথে সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন অবদানের জন্য যুব, প্রবীণ সহ নানাবিধ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেছে সংস্থাটি।