বাংলাদেশের পোশাক খাতের কোনো অর্ডার সুইডেন বাতিল করবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্টেফ্যান লোফভেন।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে একথা জানান সুইডেনের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
ফোনালাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের প্রধানমন্ত্রীকে বলেন, সব স্বাস্থ্যবিধি মেনে রফতানিমুখী পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে।