মোঃ জাকির হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:যশোরের শার্শা সীমান্ত থেকে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল আটক করে বিজিবি।
শুক্রবার রাত ১১ টার সময় ভারত থেকে পাচার হয়ে আসা ১৪৮২ বোতল ফেন্সিডিল আটক করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি ।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম ও সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ফেন্সিডিল এনে শালকোনা নামক স্থানে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে শালকোনা ক্যাম্পের হাবিলদার আবু সাইদ সঙ্গী ফোস নিয়ে সেখানে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ১৪৮২ বোতল ফেনসিডিল আটক করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
আটককৃত ফেন্সিডিল ব্যাটালিয়নের জমা হবে বলে জানিয়েছেন বিজিবি।