অমারেশ কুমার বিশ্বাস,রাজগঞ্জ প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে ১৩৩ তম আজিজ কো-অপারেটিভ কমার্স এণ্ড ফাইন্যন্স ব্যাংক শুভ উদ্বোধন করা হয়েছে৷
গতকাল সকালে উপজেলার রাজগঞ্জ বাজারের ত্রিমোহনী রোডে রানা-মনা সুপার মার্কেটের ২য় তলায় উদ্বোধন করা হয়৷
অনুষ্ঠানে রাজস্ব কর্মকর্তা(অবঃ) রজব আলী গাজীর সভাপতিত্বে ও সামছুর রহমান রনির পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাননীয় চেয়ারম্যান(ACCF Bank Ltd) এম তাজুল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাননীয় জেনারেল ম্যানেজার(ACCF Bank Ltd)মোছাঃলাকী খাতুন৷স্বাগত বক্তব্য রাখেন রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ,সহকারি অধ্যাপক কফিল উদ্দিন৷
এসময় স্থানীয় ব্যবসায়ী ও সূধী সমাজ উপস্থিত ছিলেন৷অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়৷উদ্বোধন অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।