খেলাধুলা ডেস্ক: শুরু থেকে এখন পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলে যাচ্ছেন ভারত জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।এবার তার দেখানো পথে হাঁটার ইচ্ছা প্রকাশ করলেন ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার আন্দ্রে রাসেল। জানালেন বাকি সময়টা কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়েই খেলতে চান তিনি! খোদ দলটির মালিক বলিউড কিং শাহরুখ খানকে এ বার্তা দিয়েছেন ক্যারিবিয়ান তারকা।
২০১৪ সালে প্রথম কেকেআরের সঙ্গে যুক্ত হন রাসেল। এর পর দলটির হয়ে লাগাতার আইপিএল খেলে চলেছেন তিনি। ২০১৮ ও ২০১৯ মৌসুমে তাদের দারুণ সেবা দেন এ ক্যারিবীয় অলরাউন্ডার।
কলকাতা নাইট রাইডার্সের হয়েই ক্যারিয়ারের বাকি আইপিএল খেলতে চান রাসেল! ফ্র্যাঞ্চাইজিদের দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো ফুটবলারের বিদায়ী ম্যাচে প্রিমিয়ার লিগে যেমন পরিবেশ থাকে, তেমনটি নিজের শেষ গেমেও দেখতে চাই আমি।খেলোয়াড়ি জীবনের শেষ আইপিএল ম্যাচে কোনো নির্দিষ্ট দলের সমর্থকদের, বিশেষ করে ভরা ইডেনের অভিবাদন কুড়োতে চাই।
তিনি বলেন, নিজের শেষ আইপিএল খেলার আগে কেকেআরের মালিক শাহরুখের সঙ্গে আমি কথা বলব। তাকে ও বাকি স্টাফদের আমি জানাব– এটিই আমার শেষ সিজন। কলকাতায় শেষ হোম ম্যাচে বড় কিছু আশা করব আমি।
জবাবে কেকেআরের সিইও ভেঙ্কি মাইশোর জানান, ক্রিকেটকে যতদিন বিদায় না বলছেন, ততদিন এ দলের সঙ্গে খেলবেন রাসেল। এক টুইটবার্তায় তাকে এ কথা জানিয়েছেন তিনি।
তথ্যসূত্র: ওয়ান ইন্ডিয়া