অনলাইন ডেস্ক: যশোরের বাঘারপাড়ায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক ইব্রাহিম (২৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।
শনিবার সকাল ৮টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা ভাটার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
ইব্রাহিম সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের নুর আলমের ছেলে। আহতদের মধ্যে তিন জনের বাড়ি তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ী গ্রামে বলে জানা যায়।
আহতরা জানান, তারা সাতক্ষীরা থেকে পিকআপে করে মাছ নিয়ে মাগুরার শ্রীপুরে যাচ্ছিলেন। পথে যশোর-মাগুরা সড়কের ভাটার আমতলা নামক স্থানে পৌঁছলে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে তাদের পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপচালক। এছাড়া চারজন আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনাম উদ্দিন জানান, সকালে দুর্ঘটনায় আহত ৫ জনকে আনা হয়। তার মধ্যে অজ্ঞাত একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহতদের মধ্যে দুজনকে ভর্তি করা হয়েছে এবং অপর দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।