যশোরে অঞ্চল পর্যায়ে ইদুর নিধন অভিযান ২০১৮ উদ্ধোধন

20

মাসুম বিল্লাহ,সদর(যশোর)প্রতিনিধি:
যশোরে অঞ্চল পর্যায়ে ইদুর নিধন অভিযান ২০১৮উদ্ধোধন ও ২০১৭ এর পুরস্কার বিতারণী অনুষ্ঠান গত ১৪ অক্টবর প্রশিক্ষন হল উপ-পরিচালকের কার্যালয়, ডিএই,যশোরে অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: কৃৃষিবিদ মোঃএমদাদ হোসেন সেখ,ডিডি,যশোর।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃৃষিবিদ চন্ডি দাস কুন্ডু ,অতিরিক্ত পরিচালক যশোর অঞ্চল, যশোর। এসময় যশোর সদর উপজেলা কৃষি অফিসার এস এম খালিদ সাইফুল্লা সহ সকল উপ-সহকারী কৃষিকর্মকর্তারা উপস্থিত ছিলেন।