ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এবং জেলা প্রশাসকের নির্দেশনা আনুযায়ী কোভিট-১৯ সংক্রমণের second wave মোকাবেলায় স্থানীয় উদ্যোগে Wear Mask,Get Service সম্বলিত ব্যানারসহ প্রতিকি কর্মসূচী পালন করেছে যশোরের শার্শা উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গুলো।
মাস্ক পরিধান করুন, সেবা নিন এবং মাষ্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ এই প্রতিপাদ্যে বুধবার দুপুর ১২.০০টার সময় ১০ মিনিট প্রতীকী অবস্থান গ্রহণের মাধ্যমে মাস্ক ব্যবহার সংক্রান্ত প্রচারণায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নিজ নিজ প্রতিষ্ঠানে থেকে কর্মসূচীতে অংশগ্রহন করেন।
পাশাপাশি সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী সক্রিয় ভাবে মাস্ক ব্যবহার করে অফিস বা কর্মস্থলে প্রবেশের জন্য অনুরোধ করেন।