যশোরের নাভারনে র‌্যাবের অভিযান ৪৫ চোলাই মদসহ গ্রেফতার

108
যশোরের নাভারনে র‌্যাবের অভিযান ৪৫ চোলাই মদসহ গ্রেফতার

মোঃ জাকির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর নাভারন সাতক্ষীরা মোড়ে র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ৪৫ লিটার চোলাই মদ ও নগত ২২,৫০০/-(বাইশ হাজার পাঁচশত) টাকা সহ শার্শা থানা নাভারণ উত্তর বুরুজ বাগান গ্রামের মৃত আরব আলীর ছেলে শহিদ আলী (৫৮)কে গ্রেফতার করে।

মঙ্গলবার যশোর র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার গোপন সংবাদ পেয়ে শার্শা থানাধীন নাভারন সাতক্ষীরা মোড়ে অভিযান চালিয়ে ৪৫ লিটার দেশীয় চোলাই মদ সহ শহিদ আলীকে হাতেনাতে গ্রেফতার করে।

যশোর র‌্যাব-৬,সিপিসি-৩ কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন(এক্স)বিএন আমাদের প্রতিনিধিকে বলেন,আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ২৪ (গ)ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।