মুক্তামনির মৃত্যুতে ডাঃ রুহুল হক এমপি গভীর শোক প্রকাশ

42

নিউজ ডেক্সঃ মুক্তামনির মৃত্যুতে ডাঃ রুহুল হক এমপি গভীর শোক প্রকাশ। বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।

বিরল রোগ হেমানজিওমায় আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। একই সঙ্গে তার পরিবারেরশোকাহত সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

ডাঃ রুহুল হক এমপি বলেছেন- সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরেও মুক্তামনির না ফেরার দেশে চলে যাওয়ায় তিনি খুবই মর্মাহত ও শোকাহত। মুক্তামনিকে যাতে আল্লাহ জান্নাতবাসী করেন সেজন্য দোয়া করেছেন ডাঃ রুহুল হক এমপি।