মুক্তামনির কবর টাইলস বসিয়ে পাকা-করনের কাজ শেষ পর্যায়ে

896
মুক্তামনি
মুক্তামনি

ষ্টাফ রিপোর্টারঃ মুক্তামনির কবর টাইলস বসিয়ে পাকা-করনের কাজ শেষ পর্যায়ে। বিরল রোগে অাক্রান্ত মুক্তামনি মারা যাওয়ার পরদিন সাতক্ষীরা সদরের কামারপশায় গিয়ে তার কবর জিয়ারত করে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিজ অর্থায়নে কবরটি পাকা করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছিলেন সাতক্ষীরা – ৪ অাসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার। তারপর টাইলস বসিয়ে পাকা করার কাজ শুরু হয়। যেটি অাগামী ২/১ দিনের মধ্যে সম্পন্ন হবে।

গত পরশু দিন পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অালহাজ্জ্ব অধ্যাপক ডাঃ অা, ফ, ম রুহুল হক এমপি এবং মুক্তামনির চিকিৎসক ডাঃ সামন্তলালের কাছে মারা যাওয়ার পর মুক্তামনিকে দেখতে যেতে না পারার জন্য ভীষণ দুঃখ প্রকাশ করেন।