মান্দার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

162
শহীদ মিনার,নগরঘাটা নিউজ

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। বিজয় দিবসে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে দিবসটি পালন করা হয়। আবার কোনো কোন প্রতিষ্ঠানে দিবসটি পালনই করা হয় না।

উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় বহু সরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসা আছে। এ ছাড়া রয়েছে একাধিক কিন্ডারগার্টেন স্কুল।

কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিজয় দিবস এলে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে অস্থায়ীভাবে শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।

কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার না বানিয়ে শুধু আলোচনা সভা বা মিলাদ মাহফিল করে দিবসটি পালন করা হয়। আবার কিছু প্রতিষ্ঠানে তা-ও করা হয় না।

সরেজমিন গিয়ে দেখা যায়, মটগাড়ি উচ্চ বিদ্যালয় এবং কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শহীদ মিনার নেই।

মটগাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদেরুল ইসলাম প্রাং এবং কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছেদ আলী বলেন,‘অর্থের অভাবে আমরা প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনার তৈরি করতে পারিনি।

এখন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানে কোন শহীদ মিনার নেই। তাই ১৬ ডিসেম্বরের আগের দিন বিদ্যালয়ের মাঠে কলাগাছের শহীদ মিনার বানানো হয়। স্কুলের মাঠে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।’

মটগাড়ি স্কুলের শিক্ষার্থীরা জানায়‘১৬ ডিসেম্বরের দিন স্কুল ছুটি থাকে। স্যারেরা কলাগাছ দিয়া শহীদ মিনার বানায়। আমরা সকালে স্কুলে এসে ওই অস্থায়ী শহীদ মিনারে ফুল দেই।’ বিষয়টি বিবেচনায় এনে অতিদ্রæত প্রয়াজনীয় ব্যাবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এব্যাপারে জানতে চাইলে মান্দা উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালাম বলেন, বিষয়টি অবগত নয়। তবে যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই, সেসব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের নিজের অর্থায়নে বানানোর নিয়ম। কিন্তু এক্ষেত্রে যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান অপারগতা প্রকাশ করে, তবে তাদেরকে সার্বিক সহযোগীতা করা হবে।