মঈনূল আমিন মিঠু,বিশেষ প্রতিনিধিঃ মানিকহার দ্বি-মূখী দাখিল মাদরাসায় রবিবার সকাল সাড়ে ৯টায় প্রাক্তন ছাত্রদের দিনব্যাপী ঈদ পূনর্মিলন অনুষ্ঠান শুরু হয়।
মাদরাসার প্রতিষ্ঠতা সভাপতি মাওলানা আনম সাইফুল্লাহর সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রাক্তন ছাত্র বর্তমান বসন্তপুর মাদরাসার সুপার মাওলানা নূরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ও বর্তমানে মাদরাসার সুপার মাওলানা ফজলুর রহমান।
স্মৃতিচারণ করে প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন কুমিরা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. রবিউল ইসলাম, স্ট্যান্ডার্ড ব্যাংক খুলনা শাখার ব্যবস্থাপক ইব্রাহিম হোসেন, ইউনিক টেকনিক্যাল কলেজ খুলনা শাখার প্রিন্সিপাল নাজমুল হোসেন, ডাক্তার মাহবুর রহমান, প্রকৌশলী ইকবাল হোসেন, আতাউর রহমান, আব্দুর রহিম,মামুন , বায়জীদ, ইদ্রিস আলী, আযাহারুল ইসলাম প্রমুখ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহ সুপার মাও. ওয়ালিউল্লাহ, আব্দুর রউফ, মঈনুল আমিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মনিরুজ্জামান মল্লিকসহ শিক্ষকমন্ডলী, ১৯৭৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত অধ্যয়ন করা ছাত্ররা। অনুষ্ঠান শেষে অবসর প্রাপ্ত শিক্ষকদের সন্মাননা দেওয়া হয়।
পূনর্মিলনী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল মাদরাসার ২০১৫ সালের ব্যাচ। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্ররা পূনর্মিলনী অনুষ্ঠান প্রতি বছর করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং মাদ্রাসা প্রতিষ্ঠার পর প্রথম বার এমন আয়োজনের জন্য ২০১৫ সালের ব্যাচ কে ধন্যবাদ দেন।