“মাদক কে না” বলুন ষ্টিকার বিভিন্ন স্থানে নিজ হাতে প্রচার করলেন জগলুল হায়দার এমপি

24
লাল সবুজের কথা

ষ্টাফ রিপোর্টারঃসাতক্ষীরা শ্যামনগর বাসস্ট্যাণ্ডে শুক্রবার বিকাল ৫ টায় শেখ হাসিনার নির্দেশ, মাদক মুক্ত হবে বাংলাদেশ” মাদককে না বলুন ষ্টিকার বিভিন্ন স্থানে নিজ হাতে প্রচারকরেছেন সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার এমপি।

বাস, ট্রাক, মোটরসাইকেল, পেট্রোল পাম্প সহ বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে গণসচেতনতামূলক স্টিকার লাগানো সময় এমপি মহোদয় বলেন, মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু। অাসুন অামরা সম্মিলিত হয়ে এদের প্রতিহত করি এবং অামাদের যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সচেতন করে তুলি।”সাতক্ষীরা – ৪ অাসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস, এম জগলুল হায়দার।

এসময় এমপি মহোদয়ের সাথে শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অাব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজী একরামুল হক লায়েছ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।