মাত্রাতিরিক্ত গরমের পর অবশেষে সাতক্ষীরাতে স্বস্তির বৃষ্টি নেমেছে

194

মোঃ মামুন হোসেনঃ– গত কয়েকদিনের মাত্রাতিরিক্ত গরমের পর অবশেষে সাতক্ষীরাতে স্বস্তির বৃষ্টি নেমেছে। আজ শুক্রবার (১লা জুন) বেলা ১২ টার দিকে এই বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে পাল্লা দিয়ে চলে মেঘের হুঙ্কার। পাশাপাশি দমকা বাতাসও বয়ে যায়।

বৃষ্টির কারনে জুম্মার নামাযের পর মসজিদে অপেক্ষা করতে দেখা গেছে মুসল্লিদের। বৃষ্টিতে পথচারীরা দুর্ভোগে পড়লেও প্রশান্তির আমেজ এসেছে শহর ও গ্রাম জুড়ে।

ছোট-বড় অনেককেই বৃষ্টিতে ভিজে মজা করতে দেখা গেছে। অনেকে আবার ব্যস্ত ছিল আম কুড়াতে।

অনেককে অবশ্য বৃষ্টির ওপর বিরক্ত হতেও দেখা গেছে। কারণ ভয় থেকে যাচ্ছে ঠাণ্ডাজনিত রোগ সর্দিকাশি, জ্বরের জন্য।

এদিকে, বৃষ্টিতে গ্রামের বেশ কিছু মাটির রাস্তায় কাদা হতে দেখা গেছে। পথচারীদের অনেকে বেকায়দায় পড়ে যান। তবে সব থেকে বড় কথা হলো তাপদাহ থেকে মুক্তি মিললো সাতক্ষীরা বাসীর।