সেলিম রেজা,মহেশপুর(ঝিনাইদ)প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১ নং মান্দারবাড়ীয়া ইউপি’র মান্দারবাড়ীয়া গ্রামের ফজলুর রহমানের পুত্র মোঃ আনোয়ার হোসেনের চাষকৃত ৪২ শতক জমির ৫০৪ টি ফল সমৃদ্ধ পেয়ারা গাছ রাতের আধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
২২শে অক্টোবর সোমবার সরোজমিনে গিয়ে দেখা যায়,মান্দারবাড়ীয়া গ্রামের মাঠপাড়ার কালীতলা নামক মাঠে আনোয়ারের চাষকৃত জমিতে সর্বমোট ৫০৪ টি ফলসমৃদ্ধ পেয়ারা গাছ গোড়া থেকে কর্তন অবস্থায় পড়ে রয়েছে।শত্রুতার জেরে বা অন্যকোনো অসৎ উদ্দেশ্য সাধনের জন্য গত ২১-১০-২০১৮ (রবিবার)গভীর রাতে কে বা কারা লক্ষাধিক টাকার ঐ গাছগুলো কেটে রেখে গেছে।
এই বিষয়ে,জমির মালিক মোঃ আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে,তিনি অশ্রু মিশ্রিত কন্ঠে বলেন,আমার সাথে কারোরই কোনো ঝঞ্জাট অথবা শত্রুতা নেই। আমি জানিনা কারা আমার এতবড় ক্ষতি করেছে।যারা আমার এতবড় ক্ষতি করেছে আল্লাহ যেন তাদের বিচার করেন।
তিনি আরো বলেন,আমি গতকাল(রবিবার) রাত সাড়ে ৯টার দিকে ও মাঠ থেকে একবার পেয়ারা বাগান ঘুরে দেখে গিয়েছি,তখন সবকিছুই স্বাভাবিক ছিলো। কিন্তু সকালে এসে দেখি আমার বাগানের গাছ গুলো কাটা অবস্থায় পড়ে রয়েছে।
এ ব্যাপারে,আনোয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা’য় মহেশপুর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।