মোঃ আজিজুল ইসলাম (ইমরান) সাতক্ষীরাঃ সাতক্ষীরার ভোমরা স্থল-বন্দরে জাহাঙ্গির মার্কেটে পুলিশ,বিজিবি ও কাষ্টম কর্তৃক যৌথঅভিযান পরিচালিত হয়েছে। আজ রবি বার সকালে এই অভিযান পরিচালনা করা হয়। ১১ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আকতার হোসেন এর নেতৃত্বে এই কর্যক্রম চলে।
দীর্ঘ দিন ধরে এই মার্কেটের অসাদু ব্যবসায়ীরা কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্ক না করে প্রশাসনের নাকের ডগায় বসে প্রশাসনের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধ ভাবে ভারতীয় পন্য বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে এই মার্কেটে অভিযান পরিচলিত করা হয়। এই সময় মোট ৮টি দোকানে অভিযান পরিচলনা করা হয়। উক্ত দোকানগুলো থেকে ভারতীয় শাড়ী,থ্রিপিস,জুতা সহ নানা ধরনের মালামাল আটক করা হয়।
উক্ত মালামালের আনুমানিক মূল্য পাঁচ লক্ষ্য সতেরো হাজার টাকা। এই বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আকতার হোসেন সাংবাদিকদের জানান দীর্ঘ দিন ধরে এই মার্কেটে অবৈধ ভারতীয় মালামাল বিক্রির আভিযোগ করে আসছিল সাধারণ মানুষ। উক্ত আভিযেগের ভিতিত্তে এই অভিযান পরিচালনা করা হল। যদি ভবিষ্যতে এই ধরণের অবৈধ মালপত্র বেচাকেনা না থামে তবে প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করব।