বিদ্যুৎ বিভাগের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে

11

গাইবান্ধা সংবাদঃ গাইবান্ধায় সেচ পাম্প মালিক সমিতির মানববন্ধন । বিদ্যুৎ বিভাগের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে গাইবান্ধা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটে সামনে আজ ২৫ জুলাই বুধবার এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, পল্লী বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির জেলা সভাপতি মাসুদুর রহমান মাসুদ, অ্যাড. আশরাফ আলী, বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির জেলা সহ-সভাপতি দেবল কুমার, সাধারণ সম্পাদক আনাউর রহমান, আব্দুল হালিম, মাহবুবর রহমান সুমন, আবুল কালাম, মাহবুবার রমান, সাইফুল ইসলাম, শাহাদত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, সেচ পাম্প মালিকদের দীর্ঘ ৩ বছরের আন্দোলনের মুখে পিডিবি বোর্ড বিল সংশোধনের যে সিদ্ধান্ত নেয় গাইবান্ধা ডিভিশন-১ তা আজও বাস্তবায়ন করে নাই। ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী ও বিতর্কিত জামায়াত সন্ত্রাসী প্রকৌশলী জামিলকে নিয়ে সদর উপজেরার লক্ষ্মীপুর দুটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে টিভি, ফ্যান ও টাকাসহ অনেক কিছু লুটপাট করেছে।

তাই এই দুর্নীতিবাজদের বিচারসহ পূর্বে যে সমস্ত কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহকদের অতিরিক্ত বিল করেছে তা তদন্তে ধরা পড়েছে তাই তাদের বিচার দাবি করেন। যে সমস্ত বসতবাড়িতে ষ্টিমেট ছাড়া মিটার দেয়া হয়েছে তাদেরও বিচারের দাবি জানান। এছাড়া কোন বিদ্যুৎ গ্রাহকের নামে মামলা না করা এবং বড় পুকুরিয়ার কয়লা উধাও এর সাথে জড়িতদের বিচারের দাবি করেন।