মোঃ রাসেল ইসলাম, বেনাপেল,যশোর : শুক্রবার (২৪ আগস্ট) সকাল ১০টায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে ক্রেষ্ট দিয়ে সম্মান জানান যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড মনিরুল ইসলাম মনির। বিদ্যালয়ের সভাপতি গোলাম মোস্তফা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আর পরিচালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক আলমগীর হোসেন।
শুক্রবার (২৪ আগস্ট) সকাল ১০টায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে ক্রেষ্ট দিয়ে সম্মান জানান যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড মনিরুল ইসলাম মনির। বিদ্যালয়ের সভাপতি গোলাম মোস্তফা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আর পরিচালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাংবাদিক আলমগীর হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বীর মমুক্তিযোদ্ধা ডা. মহাসীন আলী, নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আব্দুল খালেক, নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন, ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, বিশিষ্ট শিক্ষানুরাগী হুসাইন আহমেদ, ঝিকরগাছা কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
ওই বিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষার্থীসহ প্রাক্তনরাও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।