বাথটাবে তোলা ছবি পোস্ট করে বিপাকে কারিশ্মা

48
বাথটাবে তোলা ছবি পোস্ট করে বিপাকে কারিশ্মা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী কারিশ্মা তান্না। ছবিতে একটি কালো পোশাক পরে বাথটাবের মধ্যে শুয়ে থাকতে দেখা যায় এই টেলিভিশন অভিনেত্রীকে। ছবির ক্যাপশন ভেবে পাচ্ছেন না বলেও লেখেন তিনি। এরপর থেকেই শুরু হয় সমালোচনা ও আক্রমণ।

একজন কমেন্ট করেছেন, ‘আপনি কি আপনার পোশাক পরিবর্তন করতে ভুলে গেছেন?’ আরেকজনের প্রশ্ন, ‘আপনি খুব অলস, তাই শাওয়ারের নীচে দাঁড়িয়ে স্নান করে নিন।’ যদিও নেটিজেনদের ট্রোলিংয়ের মুখে পড়েও কোনো মন্তব্য করেননি বিগ বসের এই সাবেক প্রতিযোগী।

 

View this post on Instagram

 

A post shared by Karishma Tanna (@karishmaktanna) on

বর্তমানে ‘কেয়ামত কি রাত’ নামে একটি জনপ্রিয় মেগা সিরিয়ালে অভিনয় করছেন করিশ্মা তান্না। এর আগে ‘নাগিন’-এ তার অভিনয় ভক্ত-দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সূত্র: জিনিউজ