বাংলাদেশ ছাত্রলীগ( জাসদ সমার্থিত) সাতক্ষীরা জেলার জরুরী সভা অনুষ্ঠিত

22
বাংলাদেশ ছাত্রলীগ( জাসদ সমার্থিত)
বাংলাদেশ ছাত্রলীগ( জাসদ সমার্থিত)

বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা জাসদ এর মূল অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুপাম কুমার অনুপ এর সভাপতিত্বে।এ সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা সভাপতি এস. এম. আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মোঃ সাইদুজ্জামান শুভ, দেহভাটা উপজেলা সভাপতি মোঃ শরীফ হসেন কলারোয়া উপজেলা সভাপতি সাইফুল ইসলাম, এছাড়া কালিগঞ্চ, শ্যামনগর, আশাশুনি নেতা কর্মীবৃন্দ। সভার আলোচনা সম্পর্কে কিছুই জানা যাই নি, এ ব্যাপারে পরে জানা যাবে বলে জানান দলটির নেতারা