বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি থানা শাখার আয়োজনে ২ নং নগরঘাটা ইউনিয়ন শাখার কমিটি গঠন

13

মোঃ মামুন হোসেনঃ বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতি পাটকেলঘাটা থানা শাখার আয়োজনে দুপুর ২ ঘটিকার সময় নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠে ডাঃ হাদিউজ্জামানের সভাপতিত্বে ২ নং নগরঘাটা ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে

সভাপতি নির্বাচিত হয়েছেন,ডাঃ সহিদুল ইসলাম বাবলু,সাধারন সম্পাদক ডাঃ জগদীশ সানা,পনের সদস্য বিশিষ্ট কমিটি তাদের নিকট হস্তান্তর করছেন,জেলা সাধারন সম্পাদক,ডাঃ আঃ গফ্ফার,সাংগঠনিকসম্পাদক,ডাঃ আশরাফ,দপ্তর সম্পাদক ডাঃ অপূর্ব মজুমদার ও সদস্য অনির্বান।

উক্ত কমিটির সভাপতি নির্বাচিত করা হয় ডাঃ সহিদুল ইসলাম বাবলু। সহসভাপতি হয়েছেন, ডাঃ হাসানুজ্জামান বাবলু ও ডাঃগফুর । সেক্রেটারি, ডাঃ জগদীশ। কোষাধ্যক্ষ, ডাঃ মান্নান, প্রচার সম্পাদক ডাঃ বিল্লাল, দপ্তর সম্পাদক ডাঃ কবির। সদস্য ডাঃ নুহনওয়াজ,ডাঃ বিধান,ডাঃ ফারুক,ডাঃ তপন,ডাঃ ঠাকুর পদ,ডাঃ আব্দুর রউফ, ডাঃ প্রদীপ ও ডাঃ জয়দেব। আগামি তিন বছরের জন্য এই কমিটি বহাল থাকবে।