পীরগঞ্জ সরকারি কলেজে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ

9
পীরগঞ্জ সরকারি কলেজে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ

মোঃনয়ন হোসাইন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার সকালে কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক।

এ সময় পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হাম্মাদুল বার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বক্কর সিদ্দিক, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর আমিনুর হক সরকার, পীরগঞ্জ সরকারি কলেজে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা কৃষ্ণমোহন রায়, অধ্যাপক বদরুল হুদা, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক ইকরামুল হক, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমূখ।

পরে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। শেষে পীরগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।