সবুজ অাহম্মেদ, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়নের জগন্নাথপুর স্কুল মাঠে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতি পীরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক হযরত আলীর নেতৃত্বে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রায় সাড়ে ৭ “শ” লোকের জনসমাগমের উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও- ৩, জনাব হাফিজ উদ্দীন আহম্মেদ।
আরো উপস্থিত ছিলেন ফয়জুল ইসলাম সাধারণ সম্পাদক পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি , জাতীয় যুব সংহতি পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক জরহরুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজ সভাপতি আমিনুল ইসলাম, শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাহেব আলী।
এছাড়াও সবুজ আলী, জামাল উদ্দীন, দুলাল, বকুল চন্দ্র রায় সহ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।