পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসায় অভিভাবক সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত

200

আব্দুল মতিনঃ সাতক্ষীরার পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসায় অভিভাবক সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়। পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসাই অাজ শনিবার দুপুর ২ টাই অভিভাবকদের নিয়ে এক সম্মেলন অনুিষ্ঠত হয়েছে।

মাদ্রাসার বড়হুজুর মুফতি মনিরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যবসায়ী হাসান হোসেন বাবু, মাষ্টার অাব্দুর রব পলাশ, ব্যবসায়ী নিজাম উদ্দীন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক অাব্দুল মতিন ও জাহাঙ্গীর মোড়ল। সম্মেলনে মাদ্রাসা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা অভিভাবকরা তুলে ধরেন।

এছাড়া মাদ্রাসার বর্তমান কমিটি জানান, মাদ্রাসার সাত তলা ভবন নির্মান সহ ৬৫ লাখ টাকার কাজ চলছে। ঈদগাহ ময়দান বালু দিয়ে ভরাট করা হবে, মাদ্রাসার ভবন বাড়ানো সহ শিক্ষার্থীদের পড়াশুনা,থাকা খাওয়ার অারো উন্নয়ন করা হবে।