সংবাদ প্রকাশের জের ধরে অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকসহ চার সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে এজাহার দায়ের করেন সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ভোমরা এলাকার মৃত কপিল উদ্দিন গাজীর ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক। বুধবার (১৯ জানুয়ারি) বিকাল ৪ টায় সাতক্ষীরা থানায় ওই এজাহার দায়ের করেন তিনি।
আসামীরা হলেন- ৫৫ যশোর রোড, ২য় তলা খুলনা, স্মৃতি কম্পিউটার এন্ড প্রিন্টার্স, ১০৭ স্যার ইকবাল রোড খলুনা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল জনতার মিছিল ডটকম’র প্রধান সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সম্পাদক শুভ্র সচীন, বার্তা সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল ও সীমান্ত ব্যুরো জিয়াউল ইসলাম জিয়া।
এজাহারে সূত্রে প্রকাশ, মোঃ আবু বক্কর সিদ্দিক সাতক্ষীরা থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক সূর্যের আলো’ পত্রিকার সীমান্ত প্রতিনিধি হিসাবে কর্মরত। সেই সুবাদে বিভিন্ন সময় ভোমরা স্থলবন্দর এলাকার মাদক, চোরাকারবারী সহ বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে উক্ত পত্রিকায় নিউজ করেন। যাহাতে উক্ত আসামীরা তার প্রতি চরমভাবে ক্ষীপ্ত হয়। এবং আসামীরাসহ মাদক ব্যবসায়ী, চোরাকারবারী, এবং তাদের আশ্রয় প্রদানকারী তথা উপরোক্ত আসামীরা তাকে বিভিন্ন ভাবে হয়রানী করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। এক পর্যায়ে তাহারা সাংবাদিক আবু বক্করকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন সহ তার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার লক্ষ্যে নাটকের সৃষ্টি করে। এমতাবস্থায় ইং-১৮/১২/২০২১ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ টার দিকে ভোমরা বিজিবি কর্তৃপক্ষ ৪টি ল্যাগেজ ব্যাগ উদ্ধার করে। যাহা পরবর্তীতে কে বা কাহারা ০১টি লাগেজ ব্যাগ কৌশলে চুরি করেন। পরবর্তীতে বিজিবি ৩টি লাগেজ উদ্ধার করে। এ নিয়ে বিজিবি কর্তৃপক্ষ সহ স্থানীয় গন্যমান্য লোকজন এর মধ্যস্থতায় বিষয়টির সুরাহা হয়। তবে আসামীরা পরস্পর যোগসাজশে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়া সাংবাদিক আবু বক্করের সম্মানহানী করিয়াছে। এছাড়াও ওই ঘটনায় তার সংশ্লিষ্টতা আছে মর্মে ইং-২৮/১২/২০২১ তারিখ বিকাল ০৫.৪৮ মিনিটে অনলাইন নিউজ পোর্টাল জনতার মিছিল ডটকম নামীয় পত্রিকায় “ভোমরা কাষ্টমস অফিসের লাগেজ পণ্য চুরির অভিযোগ দালাল বক্কার ও মোতালেবের বিরুদ্ধে ( https://janatar michill.com/?p=7383)” শিরোনামে মিথ্যা সংবাদ পরিবেশন করে। যাহা আবু বক্করসহ তার নিকটাতœীয় স্বজন বন্ধু বান্ধব ইং-২৯/১২/২০২১ তারিখ সকাল আনু: ১১ টার সময় তার নিজ বাড়ীতে অবস্থানকালে বিষয়টি দৃষ্টিগোচর হয়। বিষয়টি সম্পর্কে তার পরিবারের লোকজন সহ অন্যান্যদের দেখাই তিনি। এ বিষয়ে সে ইউপি সদস্য মোঃ সাজ্জাত আলী এবং সন্তোষ কুমার ঘোষ সহ ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলামদের নিকট জানতে চাহিলে তাহারা জানায় যে, বিষয়টি তাহারা দেখিয়াছে এবং উক্ত পত্রিকায় তাদের মনগড়া/কাল্পনিক বক্তব্য পেশ করিয়াছে। যাহা তাদের জানা আছে। এ বিষয়ে তাহারা ইং-০৩/০১/২০২২ তারিখে প্রতিবাদ বিজ্ঞপ্তি দেন। যাহা পরবর্তীতে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা থানার ওসি গোলাম কবির জানান, কাজের সুবাদে বাইরে ছিলাম। তাই বিকালে ডিউটি অফিসারের কাছে ‘সাপ্তাহিক সূর্যের আলো’ পত্রিকার প্রতিনিধিকে এজাহার দিয়ে যেতে বলেছি। অফিসে এসে এজাহারটি দেখে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
এ বিষয়ে সাতক্ষীরা থানার ডিউটি অফিসার শিমুল জানান, ‘সাপ্তাহিক সূর্যের আলো’ পত্রিকার প্রতিনিধি মোঃ আবু বক্কর সিদ্দিকী আমার কাছে একটি এজাহার দিয়ে গেছে। আমাদের ওসি স্যার বাইরে ছিল। অফিসে আসলে স্যারের কাছে এজাহারটি দেবো। সংবাদ বিজ্ঞপ্তি