নিজস্ব প্রতিনিধি : পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নে নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক মুনছুর আলী, নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুজ্জামান (লিপু) ও কর্মচারীদের সংবর্ধনা প্রদান করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
অবসরপ্রাপ্ত শিক্ষক মুনসুর আলী, চেয়ারমান মো. কামরুজ্জামান (লিপু), কর্মচারী মালেক গাজী এবং ছাত্তারকে সংবর্ধনা প্রদান করা হয় শনিবার। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাদের দীর্ঘদিনের স্মৃতিময় মুহূর্তগুলো মনে করে অনেকেই আবেগ প্রবণ হয়ে পড়েন।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক মনসুর আলী , সাবেক সভাপতি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল আলম বাবলু, শিক্ষক তপন কুমার, জহিরুল ইসলাম, রিংকু সহ বিদ্যালয়ের সকল স্টাফ।