নগরঘাটায় সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত

34
সড়ক দুর্ঘটনা

মাগফুর রহমান : তালার নগরঘাটা ৩০ মাইলে মোটরসাইকেলের ধাক্কায় এক সাইকেল আরোহীর নিহত হয়েছে। শনিবার সকাল ৮.৩০ সময় নগরঘাটা ৩০মাইল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত সাইকেল আরোহী নগরঘাটা নিমতলা গ্রামের খগেন এর ছেলে ভগিরাত (৪২)।

স্থানীয় জনসাধারণ জানান, নিহত ভগিরাত বাইসাইকেল যোগে বিনেরপোতা বাজারে যাচ্ছিলো মাছ কিনতে। ৩০মাইলে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক পার হওয়ার সময় পাটকেলঘাটা গামী একটি মোটরসাইকেল ধাক্কাদিলে গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনসাধারন ভগিরাতকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে ঘাতক মোটরসাইকেল টি আটকের পর সেটি ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় স্থানীয় জনসাধারণ।