নিজস্ব প্রতিনিধিঃ অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় দু-জনকে অাটক করেছে স্থানীয়রা। তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের ঋষিপাড়ার নিরা দাসের বউ কণিকা রাণী দাসের (৩৩) সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের পালপাড়ার শ্রী খগেন পালের ছেলে শ্রী মানিক পালের (৪২) দীর্ঘদিনের পরকিয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল।
সেই সুবাদে গত মঙ্গলবার, ৫ই জুন ২০১৮ তারিখে রাত ৮ টার সময় মানিক পাল নিরা দাসের বউ কণিকা রাণী দাসের সাথে তার (নিরার) ঘরে অসামাজিক কাজে লিপ্ত হয়। ঘটানাটি আচ করতে পেরে নিরা তার ঘরের বাইরে থেকে দরজা সিটকিনি আটকিয়ে দিয়ে লোকজন ডাকে। নিরার ডাকে সাড়া দিয়ে ঋষিপাড়ার লোকজন ছুটে এসে মানিক পালকে মারধোর করে এবং তাদের দু-জনকে আটকিয়ে রাখে একই ঘরে।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে টাকা দিয়ে মেটানো হয় ঘটনাটি।মানিক পালের ছেলে ও বউয়ের হাতে মানিককে তুলে দেয়া হয়। বর্তমানে নিজের বাড়িতে মানিকের প্রাথমিক চিকিৎসা চলছে বলে জানা যায়।