নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে আটক ১৪

23

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর মান্দায়  পুলিশের সাঁড়াশি অভিযানে ১৪ জন আসামিকে আটক করা হয়েছে।শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার মীরপুর গ্রামের আইজুল সরকার (৩২), মীরপুর মিছুপাড়া গ্রামের সাইদুর রহমান (৪৫) ও শরীয়ত হোসেন (২৭), কটকতৈল গ্রামের মাহবুবুর রহমান (৪৩), মনোহরপুর গ্রামের অজিত চন্দ্র সরকার (৪৯), দোসতি গ্রামের মুরাদ হোসেন (২৭), সাহাপুর চৌকিদারপাড়া গ্রামের আনোয়ার হোসেন (৪০), শীলগ্রাম গ্রামের ইয়াকুব আলী (৪০), এলেঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন (৩৭), গাজিপুর সোনামসজিদ এলাকার এজাবুর রহমান এজাব (২৬), চককানু গ্রামের সুইট হোসেন ফিরোজ (২৩), এলেঙ্গা গ্রামের আবুল হোসেন (৩২), নহলকালুপাড়া গ্রামের নিজাম উদ্দিন (২৮) এবং ফতেপুর গ্রামের কাজেম উদ্দিন (২৬)।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন , শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত ৮ আসামিকে আটক করা হয়েছে। এছাড়াও মাদক, নারী নির্যাতনসহ বিভিন্ন মামলায়  আরও ৬ জনকে আটক  করা হয়েছে।এরপর  রোববার দুপুরে তাদেরকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়।

মান্দায়  “সেবাই ধর্ম” সংগঠনের উদ্যোগে শাড়ী এবং  ধুতি বিতরণ


মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায়  “সেবাই ধর্ম” সংগঠনের উদ্যোগে বিভিন্ন গ্রামের প্রায় ৫০ জন সনাতন ধর্মাবলম্বী অসহায় মানুষের  মাঝে শাড়ী এবং  ধুতি বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে কির্ত্তলী ফণী পাড়া দূর্গা মন্দির প্রাঙ্গণে সংগঠনের উদ্যোক্তা, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুশীল প্রামানিক, সমাজ সেবক বিশ্বনাথ বিশ্বাস, স্বেচ্ছাসেবক শয়ন চক্রবর্তী, দীপা রানী, বিল্টু ফণীর সার্বিক সহযোগিতায় এসব বিতরণ করা হয়।
এব্যাপারে অবসরপ্রাপ্ত শিক্ষক প্রসাদ ফনী (রতন) বলেন, সনাতনী ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূঁজা দ্বারপ্রান্তে। পূঁজা উপলক্ষে সবাই যখন নতুন বস্ত্রের আনন্দে আনন্দিত,তখন সনাতন  স¤প্রদায়ের দুস্থ দুখী মানুষরা এই আনন্দ থেকে দূরে থাকতে পারে না। তাই স্ব উদ্যোগে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন “সেবাই ধর্ম” তাদের পাশে দাঁড়িয়েছে। এমন মহৎকর্মে যারা সহযোগিতা করেছেন  “সেবাই ধর্ম” সংগঠনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানানো হয়।