ধানদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলবাড়ী ফুটবল মাঠ যেন মরণ ফাঁদ

17

নিজস্ব প্রতিনিধিঃ অপরিকল্পিত ভাবে ব্যবহারের কারণে পাটকেলঘাটা থানার অন্তর্গত ধানদিয়া ইউনিয়নের একমাত্র খেলার মাঠ এখন আতংকের কারন হয়ে দাঁড়িয়েছে। মাঠে যত্রতত্র গর্ত, মাঠ সংলগ্ন ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য ও ব্যবসায়ীদের রাখা ইট, খোয়া, বালু রাখার জন্য মাঠটি এখন খেলার সম্পূর্ণ অনুপোযোগী হয়ে গেছে। তাছাড়া মাটি সংস্কারের অভাবে ও পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় পুরো মাঠে এখন ৮০ ভাগ কাদা পানিতে ডুবে আছে। চলতি বছর খেলা চলাকালীন সময়ে সাগর, বিপুল ও ব্যাচা নামে তিন জন খেলোয়াড়ের পা ভেঙেছে।

এছাড়াও প্রতিনিয়ত কেউ না কেউ আহত হচ্ছে। ঐতিহ্যবাহী এ খেলার মাঠে এসডিপি স্পোর্টিং ক্লাবের হয়ে ইউনিয়নের সেনেরগাঁতী, পাঁচপাড়া, ধানদিয়া সহ সবকটি ওয়ার্ডের ছেলেরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা মূলক খেলাধুলার আয়োজন ও অনুশীলন করে থাকে।

কিন্তু বিগত কয়েক বছর ধরে মাঠ খেলাধুলার অনুপোযোগী থাকার কারণে স্থানীয়রা সব ধরনের প্রতিযোগিতা মূলক খেলাধুলা উপভোগ করা থেকে যেমন বঞ্চিত হচ্ছে তেমন নতুন খেলোয়াড় তৈরি ব্যহত হচ্ছে।মাঠে মাটি ভরাট সহ প্রয়োজনীয় সংস্কার এখন সময়ের দাবি। সবশেষ সাগর নামে এক খেলোয়াড়ের খেলা চলাকালীন সময়ে পা ভেঙে যাওয়ায় তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উক্ত মাঠের খেলোয়াড় এবং ক্লাবের অন্যতম সদস্য এম এইচ মেহেদী হাসানের নেতৃত্বে মাঠ সংস্কারের দাবিতে জোরালো আন্দোলন সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে তার সাথে কথা বললে তিনি বলেন, মাঠে মাটি ভরাট ছাড়া বিকল্প কোনো পথ নেই। সেকারণে তিনি স্থানীয় নেতৃবৃন্দ, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা ০১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লা সহ ক্রীড়া সংশ্লিষ্ট সকলের সদয় দৃষ্টি কামনা করেছেন।