অনলাইন ডেস্ক : চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং আগামী বছরের শুরুতে জানুয়ারি মাসের মধ্যে জেলা পরিষদ নির্বাচন শেষ করার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। রাশিয়াতে নির্বাচন পরিদর্শন শেষে দেশে ফিরে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
গত ১৬ সেপ্টেম্বর রাশিয়ার পার্লামেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করতে সাত দিনের সফরে সেদেশে যান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
সংবাদ সম্মেলনে দেশে দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এই দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১১ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া জাতীয় সংসদের শূন্য ঘোষিত সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়। ঘোষিত তারিখ অনুযায়ী ২ নভেম্বর এ আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ১১ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।