কে এম রেজাউল করিম, দেবহাটা : দেবহাটায় শনিবার (১৬ মে)দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে দেবহাটা উপজেলার করোনা প্রতিরোধে ত্রাণ, স্বাস্থ্যসেবা, সামাজিক দূরত্ব এবং ডেঙ্গু মশা প্রতিরোধে কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন ।
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প,প, কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উজ্জল মৈত্র, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল বাশার, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আসাদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবু অধীর কুমার গাইন সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।