দেবহাটার পুষ্পকাটিতে পুকুর থেকে ৩ বছরের শিশু কন্যার রহস্যজনক লাশ উদ্ধার

494

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটার পুষ্পকাটি থেকে একটি পুকুর থেকে ৩ বছরের শিশু কন্যার রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুটির নাম ফারিয়া সুলতানা তমা (৩)। সে দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে। শিশু কন্যাটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করা হয়েছে। তবে এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ দেয়নি বা কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ সূত্র জানায়। স্থানীয়দের বরাত দিয়ে ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহষ্পতিবার রাত ৯ টার দিকে ফরহাদ হোসেনকে তার বাড়িতে যেয়ে অজ্ঞাত লোকেরা ডাক দিলে সে বাইরে আসে। এসময় তার শিশু কন্যা তমাও তার সাথে বাইরে আসলে অজ্ঞাতনামা ঐ লোকেরা ফরহাদের চোখ বেধে ফেলে এবং তার মেয়ে তমাকে ফরহাদের কোল থেকে ছিনিয়ে নিয়ে পাশর্^বর্তী পুকুরে ফেলে দেয়। একপর্যায়ে ফরহাদকে তারা পাশের বাশ বাগানে নিয়ে বেধে রাখে। পরে লোকজন তাকে খুজতে খুজতে বাশ বাগানে পেলেও মেয়ে তমাকে কোথাও খুজে পাইনা। অনেক খোজাখুজির পরেও তার মেয়েকে না পেয়ে তারা দিশেহারা হয়ে পড়ে। পরে সকালে শিশু তমার লাশ ঐ পুকুর থেকে ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী, ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র দ্রুত ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরায় প্রেরন করেন। ওসি সৈয়দ মান্নান আলী জানান, বিষয়টি খুবই রহস্যজনক। পুলিশ প্রাথমিক তদন্ত করছে তবে এ ব্যাপারে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরায় প্রেরন করা হয়েছে বলে ওসি জানান।